মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ - ১১:১৯
হুজ্জাতুল ইসালাম মাওলানা আলী নাকী

হাওজা / ইদে জাহরা উপলক্ষে মাসিয়া (উ:পাড়া) ইমাম বাড়িতে মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনাহ জেলার মাসিয়া গ্রামে (উ:পাড়া) ইমাম বাড়িতে ঈদে জাহরা উপলক্ষে একটি বিরাট মিলাদ ও মহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত মাহফিলে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসালাম মাওলানা আলী নাকী সাহেব কিবলা।

পরিচাকনায়: আঞ্জুমানে তাবলিগে হোসাইনী (আ.) মাসিয়া।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha